নিজস্ব সংবাদদাতা: এবার শুধু মমতা ব্যানার্জি নয়, তার প্রকল্পকে নিয়েও কটাক্ষ করে বসলেন বাংলার নেতা তথাগত রায়। তিনি ট্যুইট করে বলেছেন, "পশ্চিমবঙ্গ সরকার নাকি ‘দুয়ারে উদ্যম’ বলে কি একটা তামাশা পরিকল্পনা করেছিল, আর জি কর কাণ্ডে ভড়কে গিয়ে বন্ধ করে দিয়েছে। আমার হয়েছে বিপদ ! বয়স হয়ে চোখের জ্যোতি কমে গিয়েছে, আমি পড়ছি ‘দুয়ারে উন্মাদ’ ! আর ভাবছি, এও কি সম্ভব ? নাকি মমতার রাজত্বে হতেও পারে ?"
বরাবরই তথাগত রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় নিশানা করে থাকেন। তবে এবার মমতা ব্যানার্জিকে নিয়ে এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। তাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।
.