তোলপাড় সাগর, বাংলার জেলায় জেলায় এবার ভাসিয়ে দেবে বৃষ্টি! ৪৮ ঘণ্টা সময়

আপনার এলাকার কী হাল?

author-image
Anusmita Bhattacharya
New Update
rainbe

নিজস্ব সংবাদদাতা: শ্রাবণের শেষ মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির জন্য এবার হলুদ সর্তকতা জারি। আবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

i7dus57g_delhi-rains_625x300_29_May_24.webp

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে  প্রবল বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণবাত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি আসছে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর জেলা ও পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি আসছে। মালদা, দার্জিলিং দুই দিনাজপুর সহ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আসছে। 

rain1674384089