নিজস্ব সংবাদদাতা: শ্রাবণের শেষ মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির জন্য এবার হলুদ সর্তকতা জারি। আবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণবাত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি আসছে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর জেলা ও পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি আসছে। মালদা, দার্জিলিং দুই দিনাজপুর সহ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আসছে।