বছরের শেষ সপ্তাহে লটারি ভাগ্য কাদের? রাতারাতি ভাগ্য পাল্টাবে কোন কোন রাশির?

দেখুন এখানে

author-image
Anusmita Bhattacharya
New Update
astrologynew

নিজস্ব সংবাদদাতা:লটারির টিকিট কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে তেমনটা নয়, কিন্তু জীবনে একবার না একবার নিজের ভাগ্য পরীক্ষা করতে আমরা সকলেই চাই। তবে অনেকেই লটারি কেটে পুরস্কার জেতেন। আপনারাও এক বার লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য পরীক্ষা করে খেলতেই পারেন। 

কুম্ভ- এই গোটা সপ্তাহটাই শুভ ফল আনবে। এক বার লটারি কেটে দেখতেই পারেন, টাকা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। 

কর্কট- সপ্তাহের মধ্যম এবং শেষ ভাগ শুভ। এই সময়ে লটারি কেটে দেখতে পারেন। 

সিংহ- সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহের যে কোনও সময়েই লটারির টিকিট কেটে নিতে পারেন। ভাল ফল আসবে।