নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল তৃণমূল। বৃহস্পতিবারই দলের বিধায়ক ও মন্ত্রীদের এই নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার বিধানসভায় ঢোকা ও বের হওয়ার রেকর্ড রাখা শুরু হচ্ছে। শুক্রবার থেকেই তৃণমূলের সব বিধায়ক এবং মন্ত্রীদের ঢোকা-বেরনোর সময় উল্লেখ করে সই করার নির্দেশ দেওয়া হয়। বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীদের লম্বা লাইন দিয়ে সই করতে দেখা যায় । বিধায়করা সই করছেন নির্মল ঘোষের ঘরে। মন্ত্রীরা সই করছেন শোভন দেব চট্টোপাধ্যায়ের ঘরে। জানা গিয়েছে, সাত দিন পর এই তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে।