নিজস্ব সংবাদদাতা: বারাসত লোকসভা আসন জিততে তৃণমূলের নজরে হাবড়া বিধানসভা। ২০১৯ সালে এই বিধানসভা আসনে এগিয়ে যায় বিজেপি। যদিও ২০২১ সালে এই আসনে ফের প্রার্থী হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির রাহুল সিনহাকে হারিয়ে দেন। অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এই আসনে বিরোধীদের আটকাতে এবার সাত নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হল। নির্বাচন কমিটির চেয়ারম্যান হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা। আহ্বায়ক সীতাংশু দাস ও জ্যোতি চক্রবর্তী। এ ছাড়াও কমিটিতে আছেন হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস, অজিত সাহা, তপতী দত্ত। আগামিকাল প্রথম বৈঠকে হবে।