নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি যাওয়ার পথে রাজারহাটে বাধা দেওয়া হল বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিদের। এর প্রতিবাদে রাস্তায় বসে পড়লেন মহিলা মোর্চার প্রতিনিধিরা। তাতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাস্তায় বসে তিনি বলেন, 'মমতা ব্যানার্জি রাস্তায় বসবেন। মহিলারা এই জায়গায় নামাবেন তাঁকে'।