8800002024 - ফোন নম্বর শেয়ার করে দিলেন লকেট চট্টোপাধ্যায়!

কিসের নম্বর এটি?

author-image
Anusmita Bhattacharya
New Update
locket-chatterjee-pti_625x300_03_July_19-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সদস্যতা অভিযান ২০২৪ এর জন্য আহ্বান জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই উদ্দেশ্যে তিনি আজ পৌঁছেছিলেন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ভবানীপুরে।

নেত্রী লেখেন, আজ দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ভবানীপুর মন্ডল -১ এবং ওয়ার্ড নং- ৭২ এ ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করলাম।

১০ কোটিরও বেশি সদস্য নিয়ে বিজেপি একটি শক্তিশালী পরিবারে পরিণত হয়েছে।বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করুন।আজই মিসডকল দিন 8800002024 -এই নম্বরে এবং বিজেপির সদস্য হয়ে উঠুন।