'সবাইকে আটকে রাখার জায়গা লালবাজারে আছে তো?'

সরব বিজেপির এই প্রাক্তন সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
1648156144_locket-chatterjee.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব লালবাজারে। এর আগেও অন্য এক দলের নেত্রীকে ডাকা হয়েছিল। 

locket chatterjee.jpg

এই নিয়ে লকেট চট্টোপাধ্যায় লেখেন, 'আর জি কর কান্ডের তিলোত্তমা এখনও বিচারের অপেক্ষায় কাঁদছে। কিন্তু লালবাজারের এখন একটাই কাজ, সমাজ মাধ্যম ঘেঁটে বিরোধী নেতা নেত্রী ও সাধারণ মানুষের পোস্টের বিচার করা। প্রতিদিন লালবাজার রাজ্যে জুড়ে মানুষকে ডেকে পাঠাচ্ছে আর তাদের করা পোস্টের জবাব চাইছে। এত যে কোটি কোটি মানুষকে লালবাজার ডাকছে রোজ তাদের সবাইকে আটকে রাখার জায়গা লালবাজারে আছে তো? অন্যদিকে চারদিকে চলছে মিছিল, প্রতিবাদ ও নারীদের আন্দোলন। কিন্তু প্রশাসনের তাতে কোন হেল দোল নেই। প্রশাসন লালবাজার কে কাজে লাগিয়েছে সমাজ মাধ্যমে কোন বিরোধী নেতা নেত্রী কি পোস্ট করছেন তা দেখতে এবং সেই দেখে তাদের বিচারসভা বসাতে।'

locket chaterjee rt.jpg

এরপরেই নেত্রী লেখেন, 'প্রশাসনকে আমি একটাই কথা বলতে চাই, সমাজ মাধ্যমের দিকে না তাকিয়ে তিলোত্তমাকে বিচার দিন, সিবিআই কে সাহায্য করুন। শুধু প্রমাণ লোপাট করার জন্য তৎপর হবেন না। তিলোত্তমার পরিবার আশায় বুক বেঁধে আছে যে তাদের মেয়ে খুব শীঘ্রই বিচার পাবে।'

locket chaaterjee.jpg