নিজস্ব সংবাদদাতা: 'মিমিকে আমার রুমে পাঠিয়ে দিস আমি দশ লাখ দেব', তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে ঠিক এই ভাষাতেই ধর্ষণের হুমকি দিয়েছে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এরপরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
/anm-bengali/media/media_files/XdcVz91uEVvHU87vbdyL.jpg)
এবার মিমি চক্রবর্তীর পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/8dnhs7MOKZ49X9xFlRd9.jpg)
লকেট লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সাংসদ আর জি কর ধর্ষণ ও খুনের শিকারের বিচারের দাবিতে ধর্ষণের হুমকির সম্মুখীন হয়েছেন। এই শীতল ভীতি প্রদর্শন তৃণমূলের প্রভাবে বাংলার রাজনৈতিক সংস্কৃতির অন্ধকার দিকটি প্রকাশ করে। সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য কোনো নারীর এমন হুমকি সহ্য করা উচিত নয়। লজ্জাজনক।'
/anm-bengali/media/media_files/lhOCS1JaJLP7XIsc5sXB.jpg)