নিজস্ব সংবাদদাতাঃ সেন্ট্রাল মেট্রো স্টেশনে স্থানীয়দের অবরোধ।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2018/01/central-metro-web.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে KMRCL এর আধিকারিকদের সাথে বাকবিতণ্ডা বেধে যায়। কারণ হিসেবে জানা গিয়েছে যে, বউবাজারের সেন্ট্রাল স্টেশনের বাইরে দুর্গা পিতুরি লেনে স্থানীয়দের বাসগৃহের সামনে জমেছে জল।
/anm-bengali/media/post_attachments/c9a98500-d96.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বউবাজার এলাকায় মেট্রোর কাজের জন্য স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে ফাটল দেখা যায়। যার ফলে কার্যত ঘরছাড়া হতে হয় তাদের।