নিজস্ব সংবাদদাতা: শিয়ালদহ ডিভিশনের নৈহাটি-ব্যান্ডেল শাখায় চলা রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। তার জেরে সপ্তাহের শেষেও চরম নাকাল রেল যাত্রীরা। চিকিৎসার জন্য হোক বা প্রয়োজনীয় কাজে যেতে গিয়ে হয়রানির শিকার যাত্রীরা। যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
শনিবার রাত থেকে কাজ জারি আছে নৈহাটি-ব্যান্ডেল লাইনে। তার জেরে মেন লাইনে বাতিল করে দেওয়া হয়েছে একাধিক ট্রেন। পর পর ট্রেন বাতিল থাকায় চাপ পড়েছে পরের ট্রেনগুলিতে। সকাল ৬.০৫-এর রানাঘাট থেকে শিয়ালদহগামী রানাঘাট লোকাল বাতিল থাকার পর শান্তিপুর থেকে শিয়ালদহগামী ট্রেনটিও বাতিল হয়ে যায়। পরবর্তী ট্রেন গেঁদে-মাঝেরহাট লোকাল আসে প্রায় ৩০ মিনিট পর। তার জেরে ভিড় বেড়ে যায় স্টেশনে। এই চিত্র মেন লাইনে সব স্টেশনেই এক।