বড় খবরঃ ফের শিয়ালদহ লাইনে বাতিল ১৪৩টি ট্রেন, সমস্যা হতে পারে যাত্রীদের

শিয়ালদহ মেন লাইনের শাখাগুলিতে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
train ajkkl.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের শহরে ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকেল ৪ টে পর্যন্ত শিয়ালদহ মেন লাইনের শাখাগুলিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের আরও ভালো পরিষেবা প্রদানের জন্যই এই কাজ করা হচ্ছে। তবে, সপ্তাহের শেষের দিকে ট্রেন বাতিলের জন্য সমস্যার সম্মুখীন হতে পারে যাত্রীদের।

trainsfs.jpg

জানা গিয়েছে সপ্তাহের শেষের দিকে দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর সে কারণে শনিবার থেকেই শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

Add 1

মূলত শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি সেকশন এবং শিয়ালদহ-দমদম ক্যানটনমেন্ট সেকশনে ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে। যার ফলে স্বাভাবিক ভাবেই যাত্রীরা সমস্যায় পড়তে পারে। 

স

cityaddnew

স