নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলের হাতে আক্রান্ত সাধারণ মানুষ। পোস্ট করলেন বিশেষ লেখা।
শুভেন্দু লেখেন, তৃণমূলের স্থানীয় হিন্দু নেত্রী জিহাদীদের দ্বারা আক্রান্ত, পরিত্রাতা বিজেপি
পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে আর বেশী দেরি নেই। এখনই যদি রাজ্যবাসী জেগে না ওঠেন তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে সবার জন্য। আপনারা সন্দেশখালি দেখেছেন, মিনাখাঁ দেখেছেন এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্যামসুন্দরপুরেও সেই একই ঘটনা। একটি পরিবারের উপর দলগত ভাবে জিহাদীরা আক্রমণ চালিয়ে একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে বিবস্ত্র করে মারধর করলো, লুঠপাট করলো। উদ্বেগের বিষয় হল থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনো রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি কারণ এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জীর ভোটব্যাঙ্ক, এবং রাজনৈতিক ভাবে ওনার দ্বারাই লালিত পালিত। মমতা ব্যানার্জীর রাজত্বে এরা আইন কে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, প্রশাসনের কিছুই করার নেই। তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল দলেরই হিন্দু নেতা নেত্রী হোন না কেন। কারণ আক্রান্ত হিন্দু ও আক্রমণকারী জিহাদী হলে পুলিশ প্রশাসনের পাল্লা কোন দিকে ভারী হবে তা তো দিনের আলোর মতো পরিষ্কার।
আক্রান্ত পরিবারের পাশে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সক্রিয় ভাবে রয়েছেন। তৃণমূলের হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে বলব আপনাদেরও এখন ভাবার সময় এসেছে নয়তো এর পর হয়তো আপনার পালা। এই অরাজকতার থেকে পরিত্রাণ একমাত্র বিজেপি দিতে পারে, অন্য কেউ নয়।