নিজস্ব সংবাদদাতা: কসবায় (Kasba Triple Death) আড়াই বছরের পুত্র সন্তান-সহ দম্পতির মৃত্যু। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নাম চঞ্চল মুখোপাধ্যায় ৷ লালবাজার সূত্রের খবর, অভিযুক্ত একজন লোন রিকভারি এজেন্ট। চরম পদক্ষেপ নেওয়ার আগে বাড়ির দেওয়ালে নিজের মামা ও মামির নাম উল্লেখ করার পাশাপাশি, এই চঞ্চল মুখোপাধ্যায় নাম লিখে গিয়েছিলেন মৃত সোমনাথ রায়।
/anm-bengali/media/media_files/1e2mdv3dcFOXBpsk2cv6.jpg)
জানা গিয়েছে, এই অভিযুক্ত রাষ্ট্রয়াত ব্যাঙ্ক থেকে সোমনাথ রায়কে ১০ লক্ষ টাকা লোনের জন্য বন্দোবস্ত করে দিয়েছিলেন। ছেলের চিকিৎসার টাকার জন্য বাড়ি বিক্রির পরিকল্পনা করেছিল ওই দম্পতি। তবে বিক্রির কথা প্রকাশ্যে আসতেই বাধা দিয়েছিল মামা ও মামি। ঘটনায় মামা প্রদীপ কুমার ঘোষাল এবং মামি নীলিমা ঘোষালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।