নিজস্ব সংবাদদাতা: তৃণমূলকে এবার চরমতর নিশানা করে গল্প বললেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি একটি ভিডিও ট্যুইট করেছেন।
তার ক্যাপশনে বলেছেন, "একটা ছোট গল্প শুনুন, তৃণমূলের সাথে অনেক মিল পাবেন।। যে দলটা চলছে চুরির টাকায় তারা বিবেকের কথা বলে কি করে? শুধুমাত্র চোর এবং দুষ্কৃতিদের দিয়ে তৈরি দল হল তৃণমূল কংগ্রেস।। দুনিয়ার চোর এক হও ডাক দিয়ে এই দলটার গঠন হয়েছিল।।" তার এই ভিডিও ট্যুইটে শোরগোল শুরু হয়েছে।