২ দিনে বিক্রি হয়েছে ৯ কোটি টাকার মদ

বড়দিন উপলক্ষ্যে উৎসবে মেতেছে বঙ্গবাসী। কলকাতার পার্ক স্ট্রিট হোক, দিঘা-মন্দারমণি। সর্বত্রই দেখা মিলেছে সেলিব্রেশনের আমেজ। সেলিব্রেশনে বঙ্গবাসীর অন্যতম সঙ্গী ছিল সুরা। তা বলে দিচ্ছে পরিসংখ্যান। বড় দিনে কেবল পূর্ব মেদিনীপুরের জেলা ২ দিনে বিক্রি হয়েছে ৯ কোটি টাকার মদ। যার অধিকাংশই সে জেলার সৈকতের পর্যটন স্থানে।

২৩ ডিসেম্বর থেকেই দিঘা-মন্দারমণি-তাজপুরে ভিড়

২৩ ডিসেম্বর থেকেই দিঘা-মন্দারমণি-তাজপুরে ভিড় জমতে শুরু হয়েছিল পর্যটকদের। ২৫ ডিসেম্বর তা চরমে ওঠে। বিপুল সংখ্যক পর্যটকদের আগমনে মদ বিক্রিও মাত্রাছাড়া হয়েছে। এর সঙ্গে পিকনিক তো রয়েইছে। এর জেরে লক্ষ্মীলাভ হল আবগারি দফতরের।