নিজস্ব সংবাদদাতা: অর্থনৈতিক প্রচেষ্টায় সক্রিয় থাকুন। ব্যক্তিগত অর্জনে মনোযোগ দিন। অযথা উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন। সাম্য ও সম্প্রীতি নিয়ে এগিয়ে যাও। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। কর্মচারী ও সেবা খাত ভালো কাজের গতি বজায় রাখবে। বন্ধুরা একসাথে থাকবে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠা বজায় রাখবে। সক্ষমতা বাড়বে। কাজের ব্যবস্থাপনা দেখভাল করবে। কাজের বিষয় অমীমাংসিত থাকতে পারে। পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকবে। লেনদেনে স্বচ্ছতা বাড়বে। আলোচনায় সুবিধা হবে। সেবা খাতে আগ্রহ বাড়বে।
/anm-bengali/media/media_files/AbAFZ11uMP091iivleE4.jpg)