উত্তপ্ত কাটাপুকুর মর্গ! মেরে মুখ ফাটিয়ে দেওয়া হল বাম নেতা-কর্মীদের

কাটাপুকুর মর্গে বাম নেত্রী দীপ্সিতা ধরকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
katapukur marge


নিজস্ব সংবাদদাতা: ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর। শনিবার বিকেল নাগাদ কুলতলির নাবালিকার দেহ আনা হয় কাটাপুকুর মর্গে।  ছাত্রীর দেহ সংরক্ষণের দাবি জানাতে থাকে বিজেপি ও বাম নেতা-নেত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, আচমকাই পুলিশ তাঁদের উপর বলপ্রয়োগ করে। মুখ মেরে আন্দোলনকারীদের  বেশ কয়েকজনের ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

শনিবার সকাল থেকেই জয়নগরে উত্তপ্ত পরিবেশ ছিল। ছাত্রীর দেহ কাটাপুকুর মর্গে আনার পর  পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের  ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বাম নেত্রী দীপ্সিতা ধরকে মারধর করার অভিযোগ ওঠে। বাম কর্মী-সমর্থকদের মুখ ফাটিয়ে রক্ত বের করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, "মেয়েটির বাবা-মা যখন থানায়-থানায় ঘুরছিল তখন তো এফআইআর নেয়নি। অথচ আজ যারা ময়নাতদন্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছে, তারা চাইছে ময়নাতদন্ত নিরপেক্ষভাবে করা হোক। মৃতদেহ সংরক্ষণের দাবি করছে। সেই সময় এভাবে পুলিশ মারছে? ধিক্কার জানাচ্ছি।"

এছাড়াও পুলিশ সাংবাদিকদের মারধর করেছে। ক্যামেরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।