মাথায় হাত পড়ল অভিষেকের! নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়

কোটি কোটি টাকার লোকসান।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek high court.jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের জন্য দীর্ঘদিন ধরে জেলায় জেলায় প্রচারের পর বুধবার থেকে বিরতি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যখন সাময়িক বিরতি নিয়ে চিকিৎসাসহ অন্যান্য কাজে ব্যস্ত, ঠিক সেই সময় আবার একটি খারাপ খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে সেই মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। বেশ কিছু ইডি আধিকারিকদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

highcourt34

আদালতে মামলা চলাকালীন বুধবার ইডি আদালতকে জানায় যে এখনও পর্যন্ত তারা ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সিবিআই ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। সম্পত্তি বাজেয়াপ্ত করার তালিকাতে রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার সাড়ে সাত কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করছে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় এল বলেই এবার অনুমান। সাত কোটি টাকার সম্পত্তির মধ্যে ৮টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার সিইও অভিষেক।

adsads

Add 1