নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীন ঘোষকে দিয়ে এই হামলা করিয়েছেন। হাওড়া, কামালগাছি সহ বিভিন্ন জায়গা থেকে লোক এনে এই হামলা করানো হয়েছে। সেই কারণে পুলিশ নিষ্ক্রীয় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর হাসপাতাল থেকে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীদের দিয়ে এই হামলা করান। পাশাপাশি আরজি কর হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাকর্মী ও রোগীদের নিরাপত্তার জন্য শুভেন্দু অধিকারী নিরাপত্তার দাবি করেন।