নিজস্ব সংবাদদাতা: বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে এবার হুমকি দিয়ে চিঠি। জানা গেছে যে এই চিঠি পাঠাল কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। মুখবন্ধ খামে এসেছে সেই চিঠি।
/anm-bengali/media/post_attachments/ad3e8ceb85a7ae47daaaf9d44fe59e6f02c42ec37238add0fe7bb2a0722a6ccb.jpg)
চিঠিতে পরিষ্কারভাবে হুমকি দিয়ে লেখা যে বাংলায় যদি এনআরসি হয় এবং এনআরসির ফলে যদি মুসলমানদের উপর অত্যাচার হয় তাহলে বাংলা তথা ভারত জ্বলবে এবং ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে।
/anm-bengali/media/media_files/RvXtPQM64V9Ls0G8dc9X.jpeg)
তারপরেই উল্লেখ করা হয়েছে যে এই চিঠি কুখ্যাত লস্কর-ই-তৈবার সদস্য পাঠিয়েছে।
/anm-bengali/media/media_files/JsO45ges4xpNg97yWTGj.jpeg)
/anm-bengali/media/media_files/sYKBB3WaktfnF3p7oaqR.jpeg)
/anm-bengali/media/post_attachments/5df014a8144824e080e483cfe041adfcb22806eb63e72a8fafeb8d4d28642362.webp)