নিজস্ব সংবাদদাতাঃ আবারও চোখ ধাঁধানো লেজার আলো বিমানের ককপিটে। ঘটনাস্থল সেই গঙ্গানগর। শনিবার জানা গিয়েছে, দমদম বিমানবন্দরে নামার আগে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বিমানটি। থানায় অভিযোগ দায়ের করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা বেজে ৫০ মিনিটে। জানা গিয়েছে, দিল্লি থেকে ১৯৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে ইন্ডিগোর ৬ই ২০৫৭ কলকাতা বিমানবন্দর থেকে ১৪ থেকে ১৮ নটিকাল মাইল দূরে ছিল।সেই সময় গঙ্গানগরের দিক থেকে লেজার আলোর ঝলকানি এসে পড়ে ককপিটে। চোখ ধাঁধিয়ে যায় পাইলটের। যদিও অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন তিনি। নিরাপদে ১৯৯ জন যাত্রী-সহ সকলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করান। এরপরই বিমান কর্তৃপক্ষ এয়ারপোর্ট অথরিটিকে বিষয়টি জানায়। তারাও ঘটনার বিবরণ দিয়ে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ জানিয়েছে।