নিজস্ব সংবাদদাতা : শহর থেকে গ্রাম-লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৪০,০০০ ছুঁই ছুঁই। এমতাবস্থায় বাড়ছে উদ্বেগ। পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন। এমনকি ডেঙ্গু সচেতনতায় পথে নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। জায়গায় জায়গায় পরিস্থিতি পরিদর্শন করছেন। মশার লার্ভা নিরোধক কীটনাশক স্প্রে চলছে ড্রোনের মাধ্যমে। যে জায়গায় মানুষের পৌঁছনো সম্ভব নয়, সেখানে ড্রোন উড়িয়ে চলছে স্প্রের কাজ। কৃষ্ণ গ্লাস ফ্যাক্টরি ও মিনি ব্রিগেডের দুর্গম এলাকায় ড্রোন ব্যবহার করে লার্ভিসাইডাল স্প্রে করা হল। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন ডেপুটি মেয়র। ছিলেন ওএসডি এবং প্রাক্তন প্রধান ভিসিও ডঃ দেবাশীষ বিশ্বাস এবং কেএমসির স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।