নিজস্ব প্রতিবেদন : ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলনীতে পুজো মণ্ডপের সামনেই উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। এই স্লোগান ওঠার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং ২০ জন আন্দোলনকারীকে আটক করে। তাঁদের লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার খবর শোনার পর জুনিয়র ডাক্তারদের একাংশ প্রতিবাদে লালবাজারের দিকে এগোতে শুরু করে। তাঁদের সঙ্গে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ, যারা মিছিল করে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি জটিল হতে শুরু করলে পুলিশ মিছিলটি ব্যারিকেড করে আটকে দেয়। বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেডের সামনে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন।
আন্দোলনকারীদের দাবি, ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে শান্তিপূর্ণভাবে লিফলেট বিলি করা হচ্ছিল। তারা আর জি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে এই লিফলেট বিলির পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্লোগান শুরু হতে না হতেই পুলিশ ৯ জনকে আটক করে, এবং পরে জানা যায় মোট ২০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মহিলা আন্দোলনকারীরাও রয়েছেন।
জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল যে, তাঁরা শহরের বিভিন্ন পুজো মণ্ডপে আন্দোলন চালাবেন। তবে দুপুর থেকে বিশৃঙ্খলা শুরু হলে পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে প্রচুর মহিলা পুলিশ। আন্দোলনকারীরা দাবি করছেন, যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে এবং কেন তাদের আটক করা হয়েছে তা জানতে চাইছেন।