কয়লা পাচার মামলা...বুধবার CBI দফতরে হবে মহা শোরগোল

বুধবার সিবিআই দফতরে আবার কার পা পড়বে? কয়লা পাচার মামলায় আবার কাকে ডেকে পাঠাল সিবিআই? এর আগে তিনি হাজিরা দিয়েছেন। এবার আবার ডাক পড়লো তাঁর।

author-image
Anusmita Bhattacharya
New Update
coal1

নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচার (Coal Scam) মামলায় আবার তলব করা হল অনুপ মাঝি ওরফে লালাকে (Lala)। বুধবার তাঁকে ডাকা হয়েছে সিবিআই (CBI) দফতরে। এর আগে শনিবার লালার বয়ান রেকর্ড করেছে সিবিআই। তার আগে আবার গ্রেফতার হয়েছেন ইসিএলের এক কর্তা ও সিআইএসএফের এক ইন্সপেক্টর। প্রোটেকশন মানি (Protection Money) অর্থাত্‍ কয়লা পাচারে সাহায্য করে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। গত পরশুই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। এর মধ্যেই সিবিআই হেফাজতে (CBI Custody) নিয়েছে বিকাশ মিশ্র, ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন ও এক সিআইএসএফের ইন্সপেক্টরকে।