নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীর ভাণ্ডার সাফল্য এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এটা সত্যি। বিজেপিকে বাংলায় নির্মূল করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই একটা প্রকল্প। এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত।
আগে এই প্রকল্পের আওতায় মাসিক ৫০০ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফের শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন করতে পারেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা এর আওতায় নেই। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করুন। অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকা দরকার।