নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই মানুষের ভিড় ধর্মতলায়। তবে সবাই যে দলীয় কর্মসূচিতে অংশ নিতেই এসেছেন তা কিন্তু নয়। কেউ কেউ আছেন রথ দেখা, কলা বেচা দুইই করবেন বলে এসেছেন।
/anm-bengali/media/post_attachments/aa3d71e921c95ce94e1f0ad70aab9c229235478a224ce40157801629eb7db20a.webp)
তিন থাকের টুপির দাম ৫ হাজার টাকা। কিন্তু কেন? বিশেষ টুপিতে লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন প্রকল্পের নামে নানা কারুকার্য করা হয়েছে তিন মাস ধরে। বিক্রি হবে কি?
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)