নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় এখনই কারাবাস থেকে নিষ্কৃতি নেই ধৃত কুন্তল ঘোষের। বৃহস্পতিবার জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতে তোলা হয় কুন্তলকে। জামিনের বিরোধিতা করে ইডি। বেশ খানিকক্ষণ সওয়াল-জবাবের পর আদালত ১৯ জুন পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতের নির্দেশ দেয়। প্রসঙ্গত, এদিন আদালতে যাওয়ার সময় কার্যত বোমা ফাটিয়েছিল কুন্তল। কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে বলে সুর চড়িয়েছিল বহিষ্কৃত যুব - তৃণমূল নেতা। এরপর ইডির আইনজীবীও পাল্টা জবাব দেয় আদালতে।