নিয়োগ স্ক্যাম: চাঞ্চল্যকর খবর! ৫ লক্ষ টাকা ঘুষ! টেট পাশ করেছে কুন্তল

ওয়েবসাইটের 'ভুয়ো' তালিকায় নিজের নাম তোলেন কুন্তল ঘোষ। ৫ লাখ টাকা দিয়ে নিজেই টেট পরীক্ষায় 'পাশ' করেন এবং ২০১৪ সালের টেট পরীক্ষায় 'পাশ' করে তাঁর গোটা পরিবার।

author-image
Anusmita Bhattacharya
New Update
Kuntal ghosh

কুন্তল ঘোষ

নিজস্ব সংবাদদাতা: গোপাল দলপতিকে পরীক্ষা করতে গিয়ে ওয়েবসাইটের 'ভুয়ো' তালিকায় (Fake Website) নিজের নাম তোলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ৫ লাখ টাকা দিয়ে নিজেই টেট পরীক্ষায় (TET Exam) 'পাশ' করেন এবং ২০১৪ সালের টেট পরীক্ষায় 'পাশ' করে তাঁর গোটা পরিবার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কাছে চাঞ্চল্যকর দাবি কুন্তলের। আটজন পরিবারের সদস্য ও বন্ধুর প্রাথমিক শিক্ষকের চাকরির (Primary Teacher Job) জন্য গোপালকে ৫ লাখ টাকা করে দিয়েছেন।  যদিও ওই তালিকা পরে মুছে দেওয়া হয়েছে।