Breaking : ২৬ এর নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী কুনালের!

নন্দীগ্রামে প্রতিবাদ সভায় বিরোধী দল ও প্রশাসনের একাংশকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার কথা জানান তৃণমূল মুখপাত্র।

author-image
Debapriya Sarkar
New Update
kunal ghj.jpg

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আরও বছর দেড়েক বাকি, তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ২০২৬ সালের নির্বাচনের ফলাফল নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করলেন। নন্দীগ্রামে এক প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে কুণাল ঘোষ দাবি করেন, ২০২৬ সালে তৃণমূল ২৫০-র বেশি আসন পেয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী বানাবে। তিনি বলেন, "একুশের নির্বাচনের চেয়েও ২০২৬ সালে তৃণমূল আরও বেশি আসন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন।"

Kunal

এদিন নন্দীগ্রামে বিজেপির সমবায় নির্বাচনে জয়লাভের পর তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের মারধরের ঘটনায় প্রতিবাদ সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও আক্রান্ত ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ।

c

প্রতিবাদ সভায় কুণাল ঘোষ বিজেপি এবং বিরোধীদের আক্রমণ করেন। পাশাপাশি, পুলিশ ও প্রশাসনের একাংশকে সমর্থন করার অভিযোগ তুলে তিনি বলেন, "বাম এবং বিজেপির দালালি করলে সুন্দরবনে বাঘ পাহারা বা কোচবিহারে ট্রান্সফারের জন্য প্রস্তুত থাকুন।" কুণাল ঘোষ আরও বলেন, প্রশাসন যদি কোনও পদক্ষেপ না নেয়, তবে তৃণমূল প্রতিবাদ করবে এবং থানায় চায়ের দোকান খুলে বসবে। তৃণমূলের এই প্রতিবাদ সভার পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।