মুখোমুখি লড়াইয়ে নামছেন দেব-কুণাল ঘোষ! তারিখটা করলেন উল্লেখ

কি খেল দেখাবেন দুজন?

author-image
Anusmita Bhattacharya
New Update
kunaldev1

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের দুই সৈনিকের অন্দরের লড়াই আর কারুর কাছে অজানা নয়। তাদের একজন কুণাল ঘোষ, অন্যজন দীপক অধিকারি ওরফে দেব। মঙ্গলবারের হাই ভোল্টেজ ড্রামা শুরু হয় কুণাল ঘোষ শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী সিনেমার ট্রেলার শেয়ার করতেই। সঙ্গে লেখেন, ‘সফল হোক বহুরূপী। শুভেচ্ছা শিবপ্রসাদ।’ বলে রাখা ভালো, পুজোয় টলিউড থেকে ৩টে ছবি রিলিজ হচ্ছে। বহুরূপীর সঙ্গে টক্কর দেবে টেক্কা আর শাস্ত্রী। এর মধ্যে দুটি ছবিকে সেই হিসেবে দেখতে গেলে কুণাল ঘোষের বিরোধী পক্ষর ছবি। একটায় তো এক দলের হয়েও দেবের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক আর শাস্ত্রীতে রয়েছেন মিঠুন, যাকে উঠতে বসতে কটাক্ষ করতে কোনো সুযোগ মিস করেন না তৃণমূলের মুখপাত্র।

এবার দেখা গেল, কুণাল ঘোষ ‘বহুরূপী’র ট্রেলার শেয়ার করেছেন। তারপরেই দেব সোশ্যাল মিডিয়ায় একটি মিম পোস্টার শেয়ার করে দিলেন। তাতে আবার লেখা 'বৃহস্পতিবার গিয়ে দেখে নোবো'। সেটা আবার শেয়ার করে লেখা, ‘দেখা হোক @KunalGhoshAgain’। এর কিছুক্ষণ পর জবাব দিলেন কুণাল নিজে। তিনিও একটি ছবি শেয়ার করেছেন তাঁর ও দেবের। সেখানে সেখা, ‘বৃহস্পতিবার দেবকে দেখে নেব’। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘দেখা যাবে, খেলা হবে’। কুণাল ঘোষ লেখেন, দেবের টুইট। আমার টুইট। যা হওয়ার হয়ে যাক।

ব্যাপারটা কি?