নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষের দাবি, যারা কালকের অভিযান দেখেছেন তাদের স্ট্যাম্প মারা রাজনৈতিক পরিচয়। এই নবান্ন অভিযানের পেছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
এরপরই তার অভিযোগ, চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই।
/anm-bengali/media/media_files/death1jpeg)
শেষে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অভিযানের ডাক। বিজেপি, আরএসএস, এবিভিপি এগুলোকে প্রমোট করছে। কোনও সংগঠন কালকের কর্মসূচি করছে না'।
/anm-bengali/media/media_files/9ErcRor8Q478Swu1wwEf.jpg)