'রাজনীতিতে থাকি বা না থাকি...মমতাদির পর বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক'! কুণাল ঘোষ ফাটালেন বোমা

বিশেষ শুভেচ্ছাবার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunalremoved

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আগামীকাল অর্থাৎ ৬ নভেম্বর। তার আগেই আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যের জন্য দিলেন এক বড় ইঙ্গিতও।

কুণাল ঘোষ লেখেন, রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।
খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।
আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।