কুনাল ঘোষের বার্তা : এসএফআই ধর্মঘটের মধ্যে পরীক্ষার্থীদের যাতায়াতে বাধা না দিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বাধা সৃষ্টি না করতে সিপিএম ও নকশালদের প্রতি সতর্কতা কুনাল ঘোষের।

author-image
Debapriya Sarkar
New Update
c

নিজস্ব সংবাদদাতা : কুনাল ঘোষ সম্প্রতি তার 'X' হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "কাল থেকে উচ্চমাধ্যমিক। এসএফআই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। সেই উত্তেজনায় যেন কোনো রাস্তায় অবরোধ বা বাধা না দেয় সিপিএম, নকশালরা। স্কুল/সেন্টারে যাতায়াতে যেন কোনো সমস্যা না হয় পরীক্ষার্থীদের। পুলিশ, প্রশাসন সতর্ক, সক্রিয় থাকবে। কিন্তু সব রাজনৈতিক সংগঠনেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।"