নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস। তারপরেই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন দলের এই নেতা।
/anm-bengali/media/media_files/cLr8P9sUFtN4RzM180xd.jpeg)
কুণাল ঘোষ বলেন, 'আগেই বলেছিলাম পদে থাকতে চাই না। আগেই আমার পদ সোশ্যাল সাইট থেকে মুছে দিয়েছি। আজ আমাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে কী বোঝাতে চাইলেন? তাপস রায়ের সঙ্গে আজ যে মঞ্চে ছিলাম সেটা অরাজনৈতিক। রক্তদান শিবিরে গিয়ে তাপস রায়ের সঙ্গে মারামারি করব? কী দোষ করেছি বুঝতে পারলাম না। তৃণমূলের সাধারণ কর্মী, সৈনিক হিসেবেই কাজ করে যাব'।
/anm-bengali/media/media_files/zJmaWiYHIhdLkMjTEa9U.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)