'যারা ঈর্ষার কারণে আমাকে চুলকোতে আসে...'! হেটার্সদের জন্য কুণাল ঘোষের বিশেষ টোটকা

কুণাল ঘোষ কাকে দিলেন পরামর্শ?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kunal ghosh

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার একটি চর্চিত নাম। তিনি প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেন যার মধ্যে কিছু পোস্ট আবার ভাইরাল হয়ে যায়। সেগুলো নিয়ে রীতিমতো চর্চা চলতে থাকে সমালোচক থেকে বিরোধীদের মধ্যেও।

kunal ghj.jpg

এবার তেমনই একটি পোস্ট করলেন তাদের জন্য যারা তাকে নিয়মিত খোঁচা দেয় পোস্টে।

কুণাল ঘোষ লেখেন, গঠনমূলক সমালোচকরা সমৃদ্ধ করেন। তাঁদের জন্য এই পোস্ট নয়। সমর্থক বা নিরপেক্ষদের জন্যেও নয়। 
বাকি, যারা রাজনৈতিক বা ঈর্ষার কারণে আমাকে চুলকোতে আসে, তাদের জন্য আমার পাঁচ দফা গাইড লাইন-
1) আমার পোস্টে ঢুকে রোজ অন্তত ছটা ভুলভাল কমেন্ট করবে। তার তিনটেতে যেন অসংসদীয় শব্দ থাকে। 
2) রোজ নিজের ওয়ালে আমাকে নিয়ে অন্তত তিনটে পোস্ট করবে।
3) দিনে অনন্ত একটা ভিডিও বা মিম পোস্ট করবে।
4) দুদিন অন্তর আমার একটা পুরনো বন্দিজমানার ভিডিও মাস্ট।
5) দিনে অন্তত একটা অন্য কারুর করা আমার বিরোধী পোস্ট শেয়ার করতে হবে।

এগুলো না মানলে কেউ যেন নিজেকে আমার প্রকৃত বিরোধী বলে দাবি না করে।