নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিবাদের পথে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু তিনি নন, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ অভিনেত্রীরাও ছিলেন মিছিলের অগ্রভাগে। এই বিশেষ কারণে সকলেই তাদের প্রশংসায় পঞ্চমুখ।
তবে এরই মাঝে এক বিশেষ কারণে নজর কেড়ে নিয়েছেন স্বস্তিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় তার আগামী সিনেমা টেক্কার প্রমোশন করেছেন। এরপরেই এক অংশের রোষানলে পড়েছেন নায়িকা। তিনি মিছিলকে কি প্রচারের কৌশল হিসেবে বেছে নিয়েছেন? এটাই প্রশ্ন সকলের। এর জবাব দিয়েছিলেন নায়িকা। তিনি লিখেছিলেন কাজ না করলে খাবেন কী? তাই তিনি মিছিলেও যাবেন, প্রচারও করবেন। তিনি যা করছেন বেশ করছেন এমনটাই দাবি করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
কুণাল লেখেন, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।