'এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও সিনিয়র নেতার থেকে'! TMC নেতার প্রকাশ্যে প্রতিবাদ করলেন কুণাল ঘোষ

কুণাল ঘোষ কার দাবি রোধ করলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
kunall ghoshq.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় লিখেছিলেন, 'সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা আবশ্যক। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা করেছিল, কেন ৩ দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছিল। তাদের কথা বলুন।'

Sukhendu Sekhar Ray: TMC can't wait for Congress indefinitely to bring  together opposition against BJP | India News - Times of India

এর পাল্টা লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

kunal-ghosh

কুণাল ঘোষ লেখেন, 'আর জি কর মামলার বিচার আমিও দাবি করছি। কিন্তু পুলিশ কমিশনার সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা করছি।  তথ্য পাওয়ার পর তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে পুলিশ কমিশনার তার কাজ করছিল এবং তদন্ত একটি ইতিবাচক ফোকাসে ছিল। এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও আমার সিনিয়র নেতার কাছ থেকে।'

kunal ghj.jpg