'যে সিনিয়র উস্কানি দিচ্ছেন, তাঁদের চিকিৎসার অধিকার কেড়ে নিক সরকার'! ঠিক কী দাবি কুণাল ঘোষের?

এবার কি লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
kunalll.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার আন্দোলনকারী ডাক্তারদের খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

কুণাল ঘোষ লেখেন, অনশনরত জুনিয়র ডাক্তারদের সুস্থতা কামনা করি। CBI চার্জশিটের পরেও যাঁরা এদের অসুস্থতার দিকে ঠেলে দিয়ে পুজো, বন্যার সময় রাজনৈতিক ইস্যু করছেন, তাঁদের ধিক্কার জানাই। যে জুনিয়র/সিনিয়ররা ডাক্তার হয়েও এঁদের অসুস্থতাকে প্ররোচিত করছেন, সরকার নজর রাখুক। কেউ গুরুতর অসুস্থ হলে এই প্ররোচনাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। যে কয়েকজন সিনিয়র উস্কানি দিচ্ছেন, তাঁদের চিকিৎসার অধিকার কেড়ে নিক সরকার। CBI চেয়েছিলেন। তারা চার্জশিট দিয়েছে। বাকি পরিকাঠামোর কাজ দ্রুত চলছে। তার পরেও অনশন কাদের স্বার্থে?