নিজস্ব সংবাদদাতা: অনশনকারী ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ লেখেন, অনশনকারী + 858 জন CPM, 76 জন উগ্র বাম, 43 জন অন্যান্য দল, 68 জন পথচলতি কৌতূহলী, 800 পুলিশ= ধর্নার সভা।
শুধু সুরুচি আজ বিকেল/সন্ধে 4 লাখ।
গোটা কলকাতা পরে হিসেব করে বলতে হবে।
এটুকুই।
অনশন তুলুক ছেলেমেয়েরা। সুস্থ থাকুক। অন্যের রাজনীতির ঘুঁটি হওয়ার দরকার কী? সিবিআই, আদালত, সরকার কাজ করছে। এখন অনশন কেন?