নিজস্ব সংবাদদাতা: আজ সন্দেশখালিতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই। এই নিয়ে বিরোধীদের তরজা চলছে। তার মধ্যেই সিপিএমকে সাবধান করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/eRhmn15jWosOHEi9feqC.jpg)
X হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, 'সিপিএম সন্দেশখালি নিয়ে যেন কথা না বলে। মহাকরণ, লালবাজারের পাশেই বৌবাজারে রশিদের বাড়ি বিস্ফোরণ। আরডিএক্স। শতাধিক হতাহত। নয়ের দশকেই বাংলাকে, খোদ কলকাতাকে জঙ্গিদের ডেরা বানিয়েছিল সিপিএম। ভুলে গেলে চলবে কমরেড?'
/anm-bengali/media/media_files/UAZXBjOXAaORA533k08l.jpg)
/anm-bengali/media/post_attachments/66e7bf4bf12dfbaeb8946331fe304ab2471ca387b4f017ce8a7d475181fae813.webp)