নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার মহাসমারোহে পুজো কার্নিভাল হচ্ছে। সেই পুজো কার্নিভালের পাশাপাশি ধর্মতলা চত্ত্বরে হচ্ছে দ্রোহের কার্নিভাল। এবার পুজো কার্নিভালের পর বিজয়া সম্মিলনীর ডার দিলেন কুণাল ঘোষ। প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোডে প্রায় ৯০টি পুজো কমিটি সেই কার্নিভালে অংশ নিয়েছে। আর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর ডাক দেওয়া হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ পুজোর পর সেই বিজয়া সম্মিলনী পালনের কথা বলেছেন।
ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন, এই মরশুমের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজয়া সম্মলনীতে নেমে পড়বেন। নিবিড় জনসংযোগ করবেন। পাশাপাশি রাজ্য সরকারের ভাল কাজগুলি আর একবার জনগণকে মনে করিয়ে দেওয়া। " তিনি জানান, এই সম্মিলনীতে কারও যদি ভালো কোনও প্রস্তাব থাকে তা তিনি বলতে পারবেন। দলীয় নেতৃত্বের সঠিক মনে হলে তা গ্রহণ করা হবে। কুণাল ঘোষ বলেন, "বিরোধীরা যে কুৎসার চক্রান্ত করছে সেগুলিকে ব্যর্থ করতে জনসাধারণকে বাম জমনার অবস্থা ও বিজেপি যে রাজ্যে রয়েছে সেখানকার অবস্থা বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরবেন।"