নিজস্ব সংবাদদাতা: রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, "এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। ইদের সময় মুসলিম সম্প্রদায় আমাদের আমন্ত্রণ জানায় এবং আমরা ইদ মিলনে অংশগ্রহণ করেছি। আজকের শোভা যাত্রায় মুসলিমরাও অংশগ্রহণ করেছে। মানুষের বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমরা কোনও উৎসব উদযাপন করতে রাস্তায় নামছি, তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা মডেল। সমগ্র দেশের এটি দেখা উচিত।"
/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)