Breaking: রাজন্য হালদার! একেবারে ঝেড়ে ফেলল তৃণমূল

দলের এই অবস্থান কেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
bnm

নিজস্ব সংবাদদাতা: আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডের সেই ভয়াবহতা এবার পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী। মহালয়ের দিন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেতে চলেছে 'আগমনী তিলোত্তমার গল্প'। এটি একটি শর্ট ফিল্ম। স্বল্প দৈঘ্যের এই ছবিতে তিলোত্তমার চরিত্রে অভিনয় করতে চলেছেন অন্যতম জনপ্রিয় এক যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। পোস্টার সামনে আসতেই হৈচৈ। দল নিয়েও চলছে সমালোচনা।  

Rajanya Haldar shoots for new short film to be released in Mahalaya

এবার কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করে লেখেন, "আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই।  এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।"

 

সেই পোস্ট আবার X হ্যান্ডেলে কুণাল ঘোষ শেয়ার করে লিখলেন, "এই শর্ট ফিল্মে দলের অনুমোদন নেই"।