যাঁরা যে কোনও বিষয় তুলে পুজো বন্ধ, উৎসব ছোট করার কথা বলেন তাদের জন্য পোস্ট করলেন কুণাল ঘোষ

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
Kunal ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর জি করের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেকেই উৎসবে না ফেরার কথা জানাচ্ছেন। এবার তাদের জন্য পোস্ট করলেন কুণাল ঘোষ।

kunal ghj.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "যাঁরা যে কোনও বিষয় তুলে পুজো বন্ধ, উৎসব ছোট করার কথা বলেন, এই পোস্ট তাঁদের জন্যে। বন্যা কবলিত বর্ধমানের কেতুগ্রাম থেকে আসা শিল্পীদের হাতে সেজে উঠছে ১১৫ বছরের বৃন্দাবন মাতৃ মন্দিরের পুজো-"গপ্পো এবার নকশি গাঁথায়"। উৎসব-অর্থনীতিতে আরও বেশি মানুষকে অংশ নেওয়ার সুযোগ করে দিন"।

Adddd

 . ..  .. . .  .. .  ..  ..  . ..  . ..  . . . ..  . . .. .  . . ..  . . . . . . .