আরজি কর প্রসঙ্গে ফের একবার বাইরের রাজ্যের বিভিন্ন ঘটনা মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
kunal ghj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর প্রসঙ্গে ফের একবার বাইরের রাজ্যের বিভিন্ন ঘটনা মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ।

kunal ghoshw2.jpg

কুণাল ঘোষ বলেছেন, "জুনিয়র ডাক্তাররা নাকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এখানে আসতে অনুরোধ করছেন!! এটা ঠিক হলে-
1) মনে রাখুন ডাক্তারদের কর্মবিরতিতে দিল্লিতে এসমা জারি হয়েছিল।
2) মণিপুর জ্বলছে, হতাহত, নারীনির্যাতন অসংখ্য, উনি যাননি।
3) দিল্লির উপকন্ঠে কৃষক বিক্ষোভের সময় ওঁদের দমনপীড়নটা মনে আছে?
4) উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, মহারাষ্ট্রের পরপর নারীনির্যাতন ভুলে গেলেন?
5) সুপ্রিম কোর্ট বলেছেন ডাক্তার ইস্যু সারা দেশের সমস্যা। টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন।
6) সোনার মেয়ে কুস্তিগীরদের নির্যাতনকারী বিজেপি সাংসদ ব্রিজভূষণকে সঙ্গে নিয়েই লোকসভায় বসতেন প্রধানমন্ত্রী।
  -তালিকা দীর্ঘ।
  এরপরেও তাঁর দ্বারস্থ হলেন রামবাম জোট আর এই অংশের ডাক্তারদের সস্তা সুবিধাবাদী রাজনীতিই সামনে আসবে।"

kunal ghoshw1.jpg

কুণাল ঘোষের ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।