নিজস্ব সংবাদদাতা: মহিলাদের সামাজিক অবস্থানের অবক্ষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এই তৃণমূল নেতা লেখেন, শ্রেয়ার গান যথাযথ।যাঁরা এনিয়ে রাজনীতি করতে নেমেছেন, তাঁরা মনে রাখুন, শ্রেয়া প্রথম দিন থেকে বলেছেন নারী নির্যাতনের সমস্যাটা গোটা দেশের সমাজের। তিনি বাঙালী, কলকাতায় গেয়েছেন, ঠিক করেছেন, স্বাগত জানাই। শিল্পী তাঁর মানসিকতা আগে থেকেই বলেছেন। নিজেদের কুৎসার একতরফা লাইনে ব্যবহার করবেন না। এখানে গণতন্ত্র, শিল্পীর স্বাধীনতা আছে। গাইতে পারেন। অন্য রাজ্যে নেই।
আরজি কর নিয়ে এবার গানের সুরে প্রতিবাদী হয়ে উঠলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। সকলকে স্তব্ধ করে গান করলেন "এ যে শরীরের চিৎকার"। অরিজিৎ সিংয়ের পর এবার গানে গানে আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করলেন এই বাঙালি গায়িকা।
শনিবার সন্ধ্যায় দর্শকের ভিড় উপচে পড়ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঞ্চে সকলের প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এতকাল ধরে 'মেরে ঢোলনা' গেয়ে কলকাতা কনসার্টের অনুষ্ঠান শেষ করতেন শ্রেয়া। কিন্তু শনিবার ছক ভেঙে গায়িকার সবার প্রতি আর্জি, "এর পরের গানে কেউ হাততালি দেবেন না। শুধু শুনুন"।