নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের বিশেষ আহ্বান। আর জি কর নিয়ে যারা মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে চাইছেন এই নেতা। ডাক দিলেন সহযোদ্ধাদের।
এই নেতা লেখেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সক্রিয় সহযোদ্ধাদের প্রতি অনুরোধ:
RGKar নিয়ে আবার কিছু ধান্ধাবাজ, স্বার্থান্বেষীমহল ও মিডিয়ার একাংশ কুৎসা, অপপ্রচার, উস্কানি, রাস্তাঘাটে নাটকের চেষ্টা শুরু করছে।
চলুন, আর একবার আমরাও নামি।
কুৎসা, বিকৃত প্রচারের জবাবে পাল্টা যুক্তি, জবাব শুরু হোক।
আইন ও আদালতে আস্থা রেখে আমরা সুযোগসন্ধানীদের বুঝিয়ে দেব কত ধানে কত চাল।
চলুন সহযোদ্ধারা, নামা যাক। আগস্ট থেকে যে লড়াইটা সবাই মিলে করেছিলাম, এখন নাটকবাজদের আরেক রাউন্ড দেখিয়ে দেওয়া যাক।
জয় বাংলা।