নিজস্ব সংবাদদাতা: আর জি কর মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার বৃহস্পতিবার একটি রিপোর্ট পেশ করে সর্বোচ্চ আদালতে যেখানে বলা হয়েছে যে ১১ নভেম্বর থেকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চার্জ গঠন করে ফেলেছে সিবিআই। এবার এই নিয়ে বিশেষ পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, বিকৃত খবর ছড়ানোর আগে বাস্তবটা জেনে রাখুন।
1) সুপ্রিম কোর্ট আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত, চার্জশিট ও বিচার শুরুর প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি পাননি। সবুজ সঙ্কেত দিয়েছেন। সিবিআই তদন্ত চালিয়ে যাবে ও পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেবে।
2) এই মামলা অন্য রাজ্যের কোর্টে নিয়ে যাওয়ার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
3) হাসপাতাল নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরের টাস্ক ফোর্সের রিপোর্ট ও সুপারিশ জমা পড়েছে। সব রাজ্যের কাছে মতামতের জন্য পাঠানো হচ্ছে।
4) প্রধান বিচারপতি অবসর নিলেও এই বেঞ্চের অন্য দুই বিচারপতি পরের বেঞ্চেও থাকবেন। ফলে অন্যান্য বিষয় নিয়ে শুনানির ধারাবাহিকতায় সমস্যা হবে না।