রাতে ঘুমের ওষুধ খেয়ে...! এ কী পোস্ট করলেন কুণাল ঘোষ?

চাঞ্চল্য ফেলে দিলেন এই নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: এবার বিশেষ এক পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

kunal ghj.jpg

কুণাল ঘোষ লেখেন, "RGKarএ দোষীরা ধরা পড়ুক, সর্বোচ্চ শাস্তি চাই। প্রথম থেকে বলে এসেছি, বলব বারবার।
  কিন্তু এই পোস্টে আমি ধন্যবাদ দেব আমার বিরোধী, সমালোচকদের। যাঁরা সমর্থন দেন, সঙ্গে থাকেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা থাকছেই। তবে আমি বিস্মিত বিরোধীদের পোস্টে। যেভাবে গত কয়েকদিন তাঁরা আমাকে নিয়ে ব্যস্ত থেকেছেন, হুমকি দিয়েছেন, কার্টুন বা মিম ছেড়েছেন, গালমন্দ করেছেন, তাতে আমার ভালো লেগেছে। আমি এমপি, এমএলএ, মন্ত্রী নই; দলের এক সাধারণ সৈনিক। আমার কাজ যেমন ন্যায়বিচারের পক্ষে বলা, তেমনই দলের বিরুদ্ধে বিষাক্ত আক্রমণ হলে তা প্রতিহত করা। এখানে আমি নিজের ভালো, মন্দ, ইমেজের লাভক্ষতি ভাবিনি। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বিরোধীদের আমার প্রতি আক্রমণ দেখে মনে হচ্ছে, আমি সঠিকভাবে সৈনিকের দায়িত্ব পালন করছি। যাঁরা আমার বিরোধিতায় নানারকম পোস্ট করছেন, তার মধ্যে ন্যায়বিচারের প্রসঙ্গ নেই, পুরোটাই রাজনীতি। এঁরা দয়া করে এইভাবে আমার পেছনে সময় দিন, সমালোচনা করুন, পোস্ট করুন, রিপোর্ট করুন, পুরনো ভিডিও দিন, সারদা টানুন, সকালে দাঁত মাজতে মাজতে আমার কথা ভাবুন, রাতে ঘুমের ওষুধ খেয়েও আমার কথা ভাবুন; আমি আমার পরিশ্রম ও দলীয় আনুগত্যের সার্থকতা দেখব এর মধ্যে। আমি আরজিকর ইস্যুতে যে অবস্থান ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছি, সেখান থেকে এক বিন্দু সরব না।"

R G Kar Incident